হোম > জাতীয়

ই-ক্যাব নির্বাচন কাল, আলোচনায় বর্তমান কমিটির আর্থিক অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের নির্বাচন। নির্বাচনের আগে আলোচনায় উঠে এসেছে সংগঠনটির বর্তমান কমিটির নানা আর্থিক অনিয়মের বিষয়। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জুম প্ল্যাটফর্মে আয়োজিত একটি ই-কমার্স সম্মেলনে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচের অনিয়মের বিষয়টি।

জানা গেছে, গত বছর ১১ এপ্রিল অনলাইন প্ল্যাটফর্ম জুমে ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’ আয়োজন করে ই-ক্যাব। ওই আয়োজনে বিদেশি অতিথি আমন্ত্রণ, অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন, পাবলিক রিলেশনসহ বিভিন্ন খাতে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খরচ দেখানো হয়। ই–ক্যাবের বেশ কয়েকজন সদস্য বলছেন, জুমে আয়োজিত এই সভায় কোনোভাবেই এত খরচ হতে পারে না। এ বিষয়ে ই–ক্যাবের সর্বশেষ এজিএমেও প্রশ্নের সম্মুখীন হন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। 

এ বিষয়ে জানতে আবদুল ওয়াহেদ তমালের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সংগঠনের সভাপতি শমী কায়সার বলেন, ৫০ হাজার বা এক লাখ টাকার অনিয়মের অভিযোগ আসতেই পারে ৷ যারা এসব অভিযোগ করছেন তাঁরা যে বিশাল অঙ্কের অনিয়মে জড়াবেন না, তার নিশ্চয়তা তারা দিতে পারবেন কিনা এমন প্রশ্নও করেন তিনি। 

এ বিষয়ে এ বারের নির্বাচনে শমী কায়সারের প্রতিদ্বন্দ্বী প্যানেল ‘ঐক্যে’র নেতৃত্বে থাকা আব্দুল আজিজ বলেন, আমি কারও সমালোচনা করতে চাই না। তবে যে কোনো সংগঠনেই স্বচ্ছতা, জবাবদিহি থাকা জরুরি। এ জন্যই আমরা এবার নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা চাই পরবর্তীতে যেন এমন কোনো অভিযোগ না ওঠে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান কমিটির এক সদস্য বলেন, ‘নির্বাচন হচ্ছে বলে এত অভিযোগ সামনে আনা হচ্ছে। যারা অভিযোগ করছেন তাঁরা একসময় ই–ক্যাব নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করত। এখন ই–ক্যাব বড় সংগঠন হয়েছে, ই–ক্যাবের টাকা হয়েছে, এখন তাঁরা এখানে নির্বাচন করতে এসেছেন। এত দিন এদের কারও খোঁজও পাওয়া যায়নি।’

উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ই–ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এতে অংশ নিচ্ছেন ৩১ জন প্রার্থী। এই নির্বাচনের মাধ্যমে ৯ জন পরিচালক নির্বাচিত হবেন। ই–ক্যাবের সদস্য প্রায় ১৭ শ। তবে এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৭৯৫ জন। 

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’