হোম > জাতীয়

তুরস্কে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রলয়ংকরী ভূমিকম্পে গোলাম সাঈদ রিংকু নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তুরস্ক থেকে বাংলাদেশের দুই কূটনীতিক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শাহনাজ গাজী ও ইস্তাম্বুলে কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম আজকের পত্রিকাকে জানান, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খাহরামানমারাসে দুই বাংলাদেশি শিক্ষার্থী একটি ভবনে থাকতেন, সেটি বিধ্বস্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন বের হতে পেরেছেন। তাঁর সঙ্গে আলাপের সূত্রে জানা গেছে, গোলাম সাঈদ রিংকু নিখোঁজ রয়েছেন। 

মোহাম্মদ নূরে-আলম বরাত দিয়ে দুই কূটনীতিক বলেন, ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো নিম্ন তাপমাত্রা এবং তুষারপাতের মধ্যে অনেকে অসুবিধায় আছেন। বাংলাদেশের অনারারি কনসালের সঙ্গে মিশনগুলোর যোগাযোগ রাখছে। যাঁরা অসুবিধায় আছেন, মিশন তাঁদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা করছে। 

গাজিয়ানতাপ এলাকায় বাংলাদেশের বেশির ভাগ নাগরিক ভালো আছেন জানিয়ে শাহনাজ গাজী বলেন, ভূমিকম্পের পর অনেকে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। 

সিরিয়া ও তুরস্ক হয়ে অনেকে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকেন জানিয়ে তিনি বলেন, এমন অনেক নাগরিক দূতাবাসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখে না। 

শোক ও সমবেদনা 
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

 

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন