হাইকোর্টের নির্দেশনার পরও গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় সিইসি কে এম নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় দলটির সমন্বয়ক জোনায়েদ সাকি এ আবেদন করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে ২০১৭ সালে নির্বাচন কমিশনে আবেদন করা হয়। তবে নিবন্ধন দেওয়া যাবেনা বলে কমিশন থেকে পত্রের মাধ্যমে জানানো হয় দলটিকে। পরবর্তীতে নিবন্ধন পেতে হাইকোর্টে রিট করলে রুল জারি করা হয়। ওই রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ১১ এপ্রিল রায় দেন হাইকোর্ট। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়।
জ্যোতির্ময় বড়ুয়া বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছিল গত বছর। ওই নোটিশের পরও কমিশন কোনো পদক্ষেপ না নিলে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।