হোম > জাতীয়

আগস্টে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

কূটনীতিক প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সরকারি সফরে আগামী আগস্টে ঢাকা আসছেন। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ আগস্ট এ সফরটি হতে পারে।

গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সফর স্থগিত করা হয়।

কূটনীতিকেরা বলছেন, শেখ হাসিনার ১৫ বছর শাসনামলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নামমাত্র সম্পর্ক ছিল। গত ৫ আগস্ট তাঁর সরকারের পতনের পর দেশটি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করে। সম্পর্ক এগিয়ে নেওয়ার এ আগ্রহ থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন।

ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। উভয় পক্ষ একমত হতে পারলে এ সফরে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসহাক দার আনুষ্ঠানিক সরকারি সফরে এবারই প্রথম ঢাকা আসার পরিকল্পনা করলেও নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে গত এক বছরে বহুপক্ষীয় বৈঠকের পাশাপাশি অন্তত চারবার তৌহিদ হোসেনের সঙ্গে তাঁর কথা হয়েছে।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে ঢাকা সফর করেন।

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান