হোম > জাতীয়

আগস্টে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

কূটনীতিক প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সরকারি সফরে আগামী আগস্টে ঢাকা আসছেন। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ আগস্ট এ সফরটি হতে পারে।

গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সফর স্থগিত করা হয়।

কূটনীতিকেরা বলছেন, শেখ হাসিনার ১৫ বছর শাসনামলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নামমাত্র সম্পর্ক ছিল। গত ৫ আগস্ট তাঁর সরকারের পতনের পর দেশটি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করে। সম্পর্ক এগিয়ে নেওয়ার এ আগ্রহ থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন।

ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। উভয় পক্ষ একমত হতে পারলে এ সফরে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসহাক দার আনুষ্ঠানিক সরকারি সফরে এবারই প্রথম ঢাকা আসার পরিকল্পনা করলেও নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে গত এক বছরে বহুপক্ষীয় বৈঠকের পাশাপাশি অন্তত চারবার তৌহিদ হোসেনের সঙ্গে তাঁর কথা হয়েছে।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে ঢাকা সফর করেন।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক