হোম > জাতীয়

আগস্টে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

কূটনীতিক প্রতিবেদক, ঢাকা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সরকারি সফরে আগামী আগস্টে ঢাকা আসছেন। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ আগস্ট এ সফরটি হতে পারে।

গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সফর স্থগিত করা হয়।

কূটনীতিকেরা বলছেন, শেখ হাসিনার ১৫ বছর শাসনামলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নামমাত্র সম্পর্ক ছিল। গত ৫ আগস্ট তাঁর সরকারের পতনের পর দেশটি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করে। সম্পর্ক এগিয়ে নেওয়ার এ আগ্রহ থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন।

ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। উভয় পক্ষ একমত হতে পারলে এ সফরে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনা আছে।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসহাক দার আনুষ্ঠানিক সরকারি সফরে এবারই প্রথম ঢাকা আসার পরিকল্পনা করলেও নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে গত এক বছরে বহুপক্ষীয় বৈঠকের পাশাপাশি অন্তত চারবার তৌহিদ হোসেনের সঙ্গে তাঁর কথা হয়েছে।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে ঢাকা সফর করেন।

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার