হোম > জাতীয়

আরও বেশি টাকার সাজ-পোশাক পাবেন সরকারি গাড়ি চালকেরা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সরকারি গাড়ি চালক এবং কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ–পোশাক বাবদ আগের থেকে বেশি টাকা দেবে সরকার। এসব কর্মচারীর দাপ্তরিক পোশাকের দাম পুনর্নির্ধারণ করে গত রোববার পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি গাড়ি চালক ও কারিগরি কর্মচারীদের ২০২১ সালের ২২ এপ্রিল জারিকৃত পরিপত্র অনুযায়ী দাপ্তরিক সাজ–পোশাক দেওয়া হতো। সে হিসাবে একজন পুরুষ গাড়িচালক শীত ও গ্রীষ্মকালীন মিলিয়ে দুই বছরের জন্য ১৯ হাজার ৮৫০ টাকার সাজ–পোশাক পেতেন। এখন থেকে পুরুষ গাড়ি চালকেরা ২৯ হাজার ৪০০ টাকার সাজ–পোশাক।

অন্যদিকে একজন নারী গাড়ি চালককে দুই বছরের জন্য ২৯ হাজার টাকার সাজ–পোশাক দেওয়া হবে। আগে তাঁরা ১৯ হাজার ১৫০ টাকার সাজ–পোশাক পেতেন।

নতুন পরিপত্র অনুযায়ী, গ্রীষ্মকালে একজন পুরুষ গাড়ি চালককে তিন সেট চকলেট রঙের হাফ সাফারি, দুটি ক্যাপ, দুই জোড়া কালো জুতা, দুই জোড়া কালো স্যান্ডেল, চার জোড়া কালো মোজা, একটি কালো ছাতা এবং নামফলক দেওয়া হবে। তাঁরা শীতকালে চকলেট রঙের এক সেট ফুল সাফারি এবং একটি ভি–গলা ফুল সোয়েটার পাবেন।

অন্যদিকে গ্রীষ্মকালে একজন নারী গাড়ি চালককে চকলেট রঙের হাফ সাফারি বা তিন সেট থ্রি পিস, দুই জোড়া চামড়ার জুতা, দুই জোড়া চামড়ার স্যান্ডেল, চার জোড়া মোজা, একটি লেডিস ছাতা এবং একটি নামফলক দেওয়া হবে। তাঁরা শীতকালে এক সেট ফুল সাফারি বা ফুল হাতা থ্রি পিস এবং একটি কার্ডিগান পাবেন।

এ ছাড়া কারিগরির একেকজন পুরুষ ও নারী কর্মচারী প্রতি দুই বছরের জন্য ৩৬ হাজার ৪০০ টাকার সাজ–পোশাক পাবেন। আগে কারিগরির পুরুষ কর্মচারীদের ২৭ হাজার ১৫০ টাকা এবং নারীদের ২৫ হাজার ৭৫০ টাকার সাজ–পোশাক দেওয়া হতো।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির