সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের পোশাকে পরিবর্তন আনা যায় কি না সে বিষয়ে জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আগামী শনিবার বেলা ১১টায় এ আলোচনা সভা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
এর আগে, উচ্চ তাপমাত্রার প্রেক্ষাপটে আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম এবং শীতকালীন ভিন্ন ড্রেস কোড নির্ধারণের জন্য গত ১৮ এপ্রিল দুই আইনজীবী প্রধান বিচারপতি বরাবর আবেদন করেন। আর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আইনজীবীদের পোশাকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে বৃহস্পতিবার সারা দেশের ২০ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন।
এদিকে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারাও এই বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে অনুরোধ জানান।