হোম > জাতীয়

‘লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদেরও ছিল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করার। আমি যে ট্রেনটা পরিদর্শন করেছি সেটাতে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে বসেছেন যাত্রীরা। তবে লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। তবে লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদেরও ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে এবং যাত্রী তোলে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ট্রেন চালুর প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। 

মন্ত্রী বলেন, ‘আপনারা আগে পজিটিভ দিকটা দেখেন তারপর নেগেটিভ দিকটা তুলে ধরেন। যাত্রীদের আমরা একটা আধুনিক যুগোপযোগী মানসম্মত সেবা দেওয়ার জন্য ট্রেনে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। লোকাল ট্রেনগুলোতে কিছু কিছু ক্ষেত্রে তার ব্যাত্যয় হচ্ছে সেটা আমি অস্বীকার করছি না। তবে স্টেশনে ট্রেন দাঁড়ানোর সঙ্গে হুড় হুড় করে মানুষ উঠে যায় এটা বন্ধ করার মেকানিজম আমাদের নেই। সুতরাং স্টেশনে যদি যাত্রীদের প্রবেশে নিয়ন্ত্রণ করা যায় তাহলে যে অভিযোগগুলো আসছে সেগুলো আর থাকবে না।’

ট্রেনের ভাড়া বাড়েনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাসে ভাড়া বাড়ানো হলেও ট্রেনে কোন ভাড়া বাড়েনি। তবে কোথাও যদি কোন ব্যত্যয় হয় এবং সেটা যদি আমরা ধরতে পারি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অনলাইনে ট্রেনের টিকেট কাটতে ভোগান্তি হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এটা অস্বাভাবিক কিছু নয়। ৪০ থেকে ৫০ লাখ লোক যদি টিকিট কাটার চেষ্টা করে তাহলে সবাইতো পাবে না। প্রতিটা ট্রেনে গড়ে ৭০০ সিট থাকে সেখানে এখন অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে। 

রেলের জনবলের ঘাটতি আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছি রেলের নিয়োগ প্রক্রিয়ায় খুব শীঘ্রই এই নিয়োগ শুরু করব আমরা।’

এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো.সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা। 

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ

ডাক ও টেলিযোগাযোগের ১৫ বছরের অনিয়মের শ্বেতপত্র প্রকাশ

গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ ভিডিপি: মহাপরিচালক

গুম করে হত্যার পর দাফন করা হতো ঢাকার বাইরে, মুন্সিগঞ্জে দুই হাত বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ লাশ: কমিশন

প্রার্থীদের হলফনামা ‘সন্দেহজনক’ হলে খতিয়ে দেখবে দুদক

‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য পরিবেশন নিয়ে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট