ঢাকা: রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় জানানো হয়, রানী দ্বিতীয় এলিজাবেথের ৯৫ তম জন্মদিনে শনিবার এ শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। নিজ নিজ বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রানী দ্বিতীয় এলিজাবেথের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন। সেই সঙ্গে যুক্তরাজ্যের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি আশা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।