সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাসিবুর রহমান স্বপন আজ বৃহস্পতিবার ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসিবুর রহমান স্বপন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তুরস্কে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। পরে তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হন এবং সুস্থও হয়েছিলেন।
এদিকে, পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।