হোম > জাতীয়

অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে জোর বাংলাদেশ-শ্রীলঙ্কার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সময়ের মধ্যে সম্পাদনের ওপর জোর দিচ্ছে দুই দেশ। দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে দুই দেশের পররাষ্ট্রসচিব এ বিষয়ে গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও শ্রীলঙ্কার পররাষ্ট্রসচিব অ্যাডমিরাল জয়ানাথ কলম্বাগের সঙ্গে আজ সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ২২ তম বিমসটেক সিনিয়র অফিশিয়াল সভায় অংশ নিতে পররাষ্ট্রসচিব বর্তমানে কলম্বোয় অবস্থান করছেন। 

দ্বিপক্ষীয় বৈঠকে দুই পররাষ্ট্রসচিব করোনা মহামারি সত্ত্বেও দুই দেশের মধ্যে চলমান নিবিড় সম্পর্ক ও যোগাযোগের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। শ্রীলঙ্কার পররাষ্ট্রসচিব বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে এক অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন। সভায় দুই পররাষ্ট্রসচিব এ মাইলফলক উদ্‌যাপনের জন্য উপযুক্ত অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে একমত হন। শ্রীলঙ্কার পররাষ্ট্রসচিব সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি ও পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। 

দুই পররাষ্ট্রসচিব সরাসরি শিপিং লাইন ব্যবহার করে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য ও পর্যটন প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন। এ ক্ষেত্রে কলম্বো বন্দরে বাংলাদেশের জন্য বিশেষ সুবিধা প্রচলনের জন্য পররাষ্ট্রসচিব শ্রীলঙ্কার পররাষ্ট্রসচিবকে অনুরোধ জানান। এ ছাড়া মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি ও বাংলাদেশের ট্রানজিট যাত্রীদের জন্য উড়োজাহাজের টিকিটের মূল্য হ্রাসের বিষয়ে শ্রীলঙ্কান পররাষ্ট্রসচিবের দৃষ্টি আকর্ষণ করেন মাসুদ বিন মোমেন। 

অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ফোরামের সভা দ্রুত সম্পাদন ও অনুষ্ঠানের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান করার ওপরেও গুরুত্বারোপ করেন দুই পররাষ্ট্রসচিব। আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে সম্পর্কের বর্তমান ধারা অব্যাহত রাখতে ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে তাঁরা অঙ্গীকার ব্যক্ত করেন।

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে