তিন স্তরে অধস্তন আদালতের ৮২৬ জন বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ২৫০ জন অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ, ২৯৪ জন যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ এবং ২৮২ জন জ্যেষ্ঠ সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ হয়েছেন।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দিয়ে আজ বুধবার (২৬ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। তাঁদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
পদোন্নতি পাওয়া জেলা জজদের দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে আগামী ২৭ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করতে হবে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে তাঁদের পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
তবে প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ও বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা বিচারকরা প্রশিক্ষণ বা ছুটি শেষে আগে বর্তমান কর্মস্থলে যোগদান করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যাবেন।
পদোন্নতি পেলেন যেসব বিচারক—