হোম > জাতীয়

ঘরমুখী মানুষের ঢল, গাবতলীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সর্বাত্মক লকডাউনের ঘোষণায় আজও ঢাকা ছাড়ছেন মানুষ। তবে গতকালের তুলনায় গাবতলীর আমিনবাজার ব্রিজ এলাকায় বাড়ি ফেরা মানুষের ভিড় আরও বেড়েছে। বাড়ি ফেরা মানুষের ঢলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে দারুস সালাম হয়ে গাবতলীর আমিনবাজার ব্রিজ পর্যন্ত দীর্ঘ যানজট। রাজধানী থেকে কোনো যাত্রীবাহী গাড়ি আমিনবাজার ব্রিজের ওপারে যেতে দেওয়া হচ্ছে না। যানজটের প্রধান কারণ এটি।

এদিকে দূরপাল্লার বাস না চলায় সাধারণ মানুষ হেঁটে, ভ্যান, রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাকসহ বিভিন্ন বাহনে রওনা হয়েছেন। ভোগান্তি নিয়ে গন্তব্যে ছুটছেন তাঁরা। তাঁরা বলছেন, যেভাবেই হোক ঢাকা ছাড়তে হবে। 

গাবতলী এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা মো. সাইফুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় আজকে মানুষের বাড়ি ফেরার ঢল আরও বেড়েছে। সকাল থেকেই দেখছি, যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে। পাশাপাশি গণপরিবহন না চললেও সড়কে প্রাইভেট কারের সংখ্যা বেড়েছে।’ 

উল্লেখ্য, আগামীকাল সোমবার পর্যন্ত সীমিত আকারে লকডাউন কার্যকর থাকবে। আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কার্যকর থাকবে সাত দিনের সর্বাত্মক লকডাউন। গত শুক্রবার প্রধান তথ্য কর্মকর্তার বরাতে গণমাধ্যমে লকডাউনের খবর প্রকাশের পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। ঢাকার আশপাশের ফেরিঘাটগুলোয়ও নেমেছে মানুষের ঢল। মানুষের চাপে যানবাহনের বদলে ফেরিতে পার করা হচ্ছে যাত্রী।

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব