ঢাকা: সর্বাত্মক লকডাউনের ঘোষণায় আজও ঢাকা ছাড়ছেন মানুষ। তবে গতকালের তুলনায় গাবতলীর আমিনবাজার ব্রিজ এলাকায় বাড়ি ফেরা মানুষের ভিড় আরও বেড়েছে। বাড়ি ফেরা মানুষের ঢলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে দারুস সালাম হয়ে গাবতলীর আমিনবাজার ব্রিজ পর্যন্ত দীর্ঘ যানজট। রাজধানী থেকে কোনো যাত্রীবাহী গাড়ি আমিনবাজার ব্রিজের ওপারে যেতে দেওয়া হচ্ছে না। যানজটের প্রধান কারণ এটি।
এদিকে দূরপাল্লার বাস না চলায় সাধারণ মানুষ হেঁটে, ভ্যান, রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাকসহ বিভিন্ন বাহনে রওনা হয়েছেন। ভোগান্তি নিয়ে গন্তব্যে ছুটছেন তাঁরা। তাঁরা বলছেন, যেভাবেই হোক ঢাকা ছাড়তে হবে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার পর্যন্ত সীমিত আকারে লকডাউন কার্যকর থাকবে। আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কার্যকর থাকবে সাত দিনের সর্বাত্মক লকডাউন। গত শুক্রবার প্রধান তথ্য কর্মকর্তার বরাতে গণমাধ্যমে লকডাউনের খবর প্রকাশের পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। ঢাকার আশপাশের ফেরিঘাটগুলোয়ও নেমেছে মানুষের ঢল। মানুষের চাপে যানবাহনের বদলে ফেরিতে পার করা হচ্ছে যাত্রী।