হোম > জাতীয়

ঘরমুখী মানুষের ঢল, গাবতলীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সর্বাত্মক লকডাউনের ঘোষণায় আজও ঢাকা ছাড়ছেন মানুষ। তবে গতকালের তুলনায় গাবতলীর আমিনবাজার ব্রিজ এলাকায় বাড়ি ফেরা মানুষের ভিড় আরও বেড়েছে। বাড়ি ফেরা মানুষের ঢলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে দারুস সালাম হয়ে গাবতলীর আমিনবাজার ব্রিজ পর্যন্ত দীর্ঘ যানজট। রাজধানী থেকে কোনো যাত্রীবাহী গাড়ি আমিনবাজার ব্রিজের ওপারে যেতে দেওয়া হচ্ছে না। যানজটের প্রধান কারণ এটি।

এদিকে দূরপাল্লার বাস না চলায় সাধারণ মানুষ হেঁটে, ভ্যান, রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাকসহ বিভিন্ন বাহনে রওনা হয়েছেন। ভোগান্তি নিয়ে গন্তব্যে ছুটছেন তাঁরা। তাঁরা বলছেন, যেভাবেই হোক ঢাকা ছাড়তে হবে। 

গাবতলী এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা মো. সাইফুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় আজকে মানুষের বাড়ি ফেরার ঢল আরও বেড়েছে। সকাল থেকেই দেখছি, যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে। পাশাপাশি গণপরিবহন না চললেও সড়কে প্রাইভেট কারের সংখ্যা বেড়েছে।’ 

উল্লেখ্য, আগামীকাল সোমবার পর্যন্ত সীমিত আকারে লকডাউন কার্যকর থাকবে। আর বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কার্যকর থাকবে সাত দিনের সর্বাত্মক লকডাউন। গত শুক্রবার প্রধান তথ্য কর্মকর্তার বরাতে গণমাধ্যমে লকডাউনের খবর প্রকাশের পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। ঢাকার আশপাশের ফেরিঘাটগুলোয়ও নেমেছে মানুষের ঢল। মানুষের চাপে যানবাহনের বদলে ফেরিতে পার করা হচ্ছে যাত্রী।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি-বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাতিলের দাবি

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত