হোম > জাতীয়

তেলের দাম বাড়লেও রেলের ভাড়া বাড়বে না: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তেলের দাম বাড়লেও রেলওয়ের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রেল মন্ত্রী।

দুষ্কৃতকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি আজ পুনরায় উদ্বোধন করেন রেলমন্ত্রী। রেলকে একটি সেবামূলক প্রতিষ্ঠান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা জনগণের সেবা দিয়ে যাচ্ছি। রেলওয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণকে একটি সহজ এবং আরামদায়ক সেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ।’ এ সময় ট্রেনে ঢিল ছোড়া রোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তাণ্ডবের বিষয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘যারা স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশ চায় না তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কর্তব্যরত স্টেশনমাস্টারের রুম, অপারেটিং রুম, ভিআইপি রুম, প্রধান বুকিং সহকারীর রুম, টিকিট কাউন্টার, প্যানেল বোর্ড, সিগনালের যন্ত্রপাতি, সিগন্যাল বক্স, লেভেল ক্রসিং গেটসহ অন্যান্য স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের আড়াই কোটি টাকার ক্ষতি হয়। 

ওই দিনের ঘটনার পরের দিন থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে। দীর্ঘ প্রায় আট মাস পরে এটি আবার চালু করা হয়েছে। আগে যেভাবে যাত্রাবিরতি ছিল আজ থেকে একইভাবে যাত্রাবিরতি করবে প্রতিটি ট্রেন। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রতিদিন ১৪টি আন্তনগর, ৮টি মেইল এবং ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হয়।

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব