হোম > জাতীয়

‘অর্ধেক বাস চলার নিশ্চয়তা দেবে কে’ প্রশ্ন সড়ক মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পর্যায়ক্রমে আগামী বুধবার থেকে শিথিল করা হচ্ছে কঠোর লক ডাউন। এদিন থেকে চলবে গণ-পরিবহনও। মোট সংখ্যার অর্ধেক বাস চলাচলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অর্ধেক বাস চলবে, আর অর্ধেক চলবে না এটার নিশ্চয়তা দেবে কে? 

সোমবার (৯ আগস্ট) সড়ক ও জনপথ অধিদপ্তরে গুরুত্বপূর্ণ মহাসড়কের পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের দুটি পূর্ত কাজ বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং নির্মাণ প্রতিষ্ঠানের মধ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। 

প্রজ্ঞাপনের 'অর্ধেক পরিবহন চলবে' বিষয়টির প্রতি ইঙ্গিত করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে আমাদের মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে একটু আলোচনা করে নিলে ভালো হতো। কারণ অর্ধেক গাড়ি চলবে, আর অর্ধেক চলবে না এটা নিশ্চয়তা কে দেবে? এটা ঠিকমতো হবে কিনা। আগে আলাপ করলে আমরা আমাদের মতামত দিতাম। বিষয়টি এখন জেলা প্রশাসন ও পুলিশের ওপর ন্যস্ত করা হয়েছে। তারা যদি সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে ভালো কথা। এখানে আমাদের এখতিয়ার নেই। 

মন্ত্রী বলেন, আমরা দেখব গণপরিবহনে যত সিট তত যাত্রী কেনা? সবাই ঠিকমতো মাস্ক পড়ছে কিনা এবং ভাড়াটা ঠিকমতো নিচ্ছে কিনা। আর গাড়ি যাত্রার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে কিনা। এগুলো আমাদের দেখার বিষয়। এটা বিআরটিএ থেকে আমরা দেখব। 

কাদের আরও বলেন, ১১ তারিখ থেকে আমাদের গণ-পরিবহন চালু হবে। সিদ্ধান্ত অনুযায়ী যত সিট তত যাত্রী। পূর্বের ভাড়ায় গণ পরিবহন চলাচল করবে। এই জন্য মালিক, শ্রমিকসহ সকলের সহযোগিতা কামনা করছি। 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা