হোম > জাতীয়

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ আটকে দিয়েছে বিজিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখার বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত যে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল, তাতে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে সচিবালয়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাঁরা ভারতের হাইকমিশনারকে দু-এক দিনের মধ্যে ডাকবেন। ভারতের বেড়া নির্মাণ বন্ধ করতে শক্ত অবস্থানে থাকবে বিজিবি। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাটের দহগ্রামসহ পাঁচ স্থানের বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল। সেই সব চুক্তি পুনর্বিবেচনার আবেদন করা হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে অনেকগুলো মিডিয়া। এখন ছোট কোনো ঘটনা হলে বড় করে দেখানো হয়। এ কারণে যেখানেই ঘটনা ঘটছে, দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ছে। তবে পরিস্থিতির চরম অবনতি হয়নি।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন