আগামী ২৮ অক্টোবর (শনিবার) রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ঢাকায় নিজ নিজ নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
আজ বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আগামী ২৮ অক্টোবর ঘিরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ সমাবেশের ঘোষণা দিয়েছে।
দুই দলই শান্তিপূর্ণ সমাবেশের কথা বললেও ওই দুই স্থান ও আশপাশের এলাকায় সহিংসতা ও আশঙ্কা থাকায় নিজেদের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে দুই দেশ।