হোম > জাতীয়

চট্টগ্রামে ওমান এয়ারের ফ্লাইট বাতিল, শিয়ালকোটে চালু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে অবস্থানকে শক্তিশালী করতে বাংলাদেশের চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজের ফ্লাইট বাতিল করেছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। এছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতে ফ্লাইট সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি। 

গত রোববার (২৮ জানুয়ারি) ওমান এয়ারের ওয়েবসাইটে প্রকাশ করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের চট্টগ্রাম, পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর এবং শ্রীলঙ্কার কলম্বোর ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করা হয়েছে। তবে তাদের ফ্লাইট পরিচালনার নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতীয় রুটেও নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইটের সংখ্যা কমানো হবে। তবে বর্তমানে চালু থাকা ভারতীয় দুই গন্তব্য লখনৌ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইট বাড়ানো হবে। 

ওমান এয়ার জানিয়েছে, তিনটি গন্তব্যে মৌসুম ভিত্তিতে ফ্লাইট পরিচালিত হবে। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালে উত্তর-পূর্ব তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের ট্রাবজোন, শীতকালে সুইজারল্যান্ডের জুরিখ এবং মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রী পরিবহন করা হবে। 

জানা গেছে, বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান এয়ার এতদিন ফ্লাইট পরিচালনা করত। এখন চট্টগ্রাম থেকে বাতিল করা হলেও ঢাকা থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে আগের মতোই ফ্লাইট সচল থাকবে।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন