হোম > জাতীয়

সাকিব আল হাসানকে দুদকে তলব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

শেয়ারবাজার কারসাজির মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির নোটিশে এই ক্রিকেটারকে চলতি মাসের ২৬ তারিখ দুদকে হাজির হয়ে তাঁর বক্তব্য দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দুদকের মহাপরিচালক বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি করেছেন। তিনি বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতিসাধন করেছেন এবং ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অপরাধ লব্ধ অর্থ গোপনের উদ্দেশ্যে লেয়ারিং করে বিভিন্ন খাতে হস্তান্তর করেন তিনি।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দুদকের মহাপরিচালক বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেয়ারবাজারে কারসাজি করেছেন। তিনি বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতিসাধন করেছেন এবং ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অপরাধ লব্ধ অর্থ গোপনের উদ্দেশ্যে লেয়ারিং করে বিভিন্ন খাতে হস্তান্তর করেন তিনি।

দুদকের মহাপরিচালক আরও বলেন, এ ঘটনায় সাকিব আল হাসানসহ বেশ কয়েকজনের নামে মামলা করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। সাকিব আল হাসানসহ মামলাসংশ্লিষ্ট ১৫ আসামিকে ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।

উল্লেখ্য, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়েরসহ ১৫ জনের বিরুদ্ধে গত ১৭ জুন মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান