হোম > জাতীয়

স্পিকারের বিল অনুমোদন নিয়ে প্রশ্ন তোলা যাবে না: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্পিকারের বিল অনুমোদন নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা অন্য কোনো সংস্থা প্রশ্ন তুলতে পারবে না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারকদের গাইড লাইন ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে। 

ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে দুদকের করা পাঁচ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায়ে এমন অভিমত দেওয়া হয়। 

গত ২৫ আগস্ট দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি শনিবার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জমির উদ্দিন যেসব বিল তুলেছেন, তা ছয় মাসের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতেও নির্দেশ দেন। 

আদালত বলেন, সংসদ সচিবালয় আইন ১৯৯৪ এর ১৮ ধারায় বলা হয়েছে, সংসদ সচিবালয়ের জন্য বাজেটে বরাদ্দকৃত অর্থ অনুমোদনের বিষয়ে স্পিকারই চূড়ান্ত কর্তৃপক্ষ হবেন। আর আইনের ৯ ধারায় বলা হয়েছে, সংসদ সচিবালয়ের জন্য বাৎসরিক বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংসদ সংসদ সচিবালয় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে কেবল সংসদের নিকট দায়ী থাকবে। 

এর আগে বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন এবং তা নগদে তুলে আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাব কেনা ও তা আত্মসাৎ এবং অতিরিক্ত অর্থ তোলার অভিযোগে দুদক পাঁচটি মামলা করেছিল। ২০১০ সালে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাগুলো করা হয়। পরে পাঁচ মামলায় চার্জশিট দিলে তা বাতিল চেয়ে জমির উদ্দিন সরকার হাইকোর্টে আবেদন করেন। 

হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। রুল শুনানি করে ২০১৬ সালে হাইকোর্ট বিভক্ত আদেশ দেন। এরপর তৃতীয় বেঞ্চে গেলে রুল খারিজ হয়ে যায়। পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করেন জমির উদ্দিন সরকার। 

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী