হোম > জাতীয়

আরও দুই শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর প্রকোপ থামছে না। গত ২৪ ঘণ্টায়ও দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৩ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ঢাকায় ১৭০ জন এবং বাইরে ৩৩ জন। এর আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১৯৭ জন। এদের মধ্যে ঢাকায় ১৫১ জন এবং বাইরে ছিল ৪৬ জন। চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। এ সময়ে মারা গেছেন ৭৩ জন। 
 
দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছেন ৮৬৩ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭২০ জন। বাইরে ভর্তি আছেন ১৪৩ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৯ হাজার ৩৩৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৪০০ জন। এ সময় মারা গেছে ৭৩ জন। আর চলতি মাসের ৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১৯ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ জনসহ মোট ৪৬ জন। এই ৪৬ জন সরকার ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ৬টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করে। কিন্তু এর মধ্যে চারটিতেই কোন চিকিৎসা ব্যবস্থা ছিল না। সম্প্রতি কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে দুই দিন রোগী ভর্তি হলেও সেখানে তেমন চিকিৎসার ব্যবস্থা নেই।

কীটতত্ত্ববিদেরা বলছেন, দেশে বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কমে আসলেই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে।

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু

ঢাকায় আজ গণমাধ্যম সম্মিলন

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল