হোম > জাতীয়

সৌদি রাষ্ট্রদূতকে দেওয়া হলো কূটনৈতিক উৎকর্ষ পদক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 

সৌদি আরবের রাষ্ট্রদূতের হাতে ‘বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল-২০২৩’ তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

কূটনৈতিক সেবার ক্ষেত্রে অবদানের জন্য সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলানকে পদক দিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে ‘বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স মেডেল-২০২৩’ প্রদান করেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপ্তি ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটিতে কর্মী যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সৌদি রাষ্ট্রদূতকে কেন এই মেডেল দেওয়া হচ্ছে, এমন প্রশ্নে সরকারের এক কূটনীতিক আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রদূত ঈসা ঢাকায় পাঁচ বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় নিজেকে বাংলাদেশের একজন বন্ধু হিসেবে প্রমাণ করেছেন। তাঁর ভূমিকার কারণে বিশ্বব্যাপী কোভিড প্রাদুর্ভাবের মধ্যেও বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী যাওয়া পুরোপুরি বন্ধ হয়নি। এই পাঁচ বছরে শুধু সৌদি আরবেই প্রায় ১৪ লাখ কর্মী গেছেন বাংলাদেশ থেকে। সৌদি ভিসা সহজ হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, এর বাইরে ঢাকায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পরিবহনমন্ত্রী ও হজমন্ত্রীর সফরসহ দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে সফর বিনিময়, বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পাওয়া, ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’সহ বিভিন্ন সৌদি উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার ক্ষেত্রে রাষ্ট্রদূত হিসেবে ঈসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ঈসা ইউসুফ দুহাইলান ২০২০ সালের মার্চে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন।

বিদেশি ও স্থানীয় কূটনীতিকদের জন্য শেখ হাসিনার সরকার ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স’ চালু করে। বিদেশি কূটনীতিকদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সাইয়েদ মোহাম্মদ আল মেহরি ও জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকিকে এর আগে এই মেডেল দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শব্দটি বাদ দিয়ে মেডেলটির নতুন নাম দিয়েছে ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স’। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বিতর্ক এড়াতে এবার স্থানীয় কূটনীতিকদের মেডেল আপাতত দেওয়া হচ্ছে না। মেডেল দিতে গেলে শেখ হাসিনার সরকারের মেয়াদে কূটনীতিকদের ভূমিকা বিবেচনায় নিতে হয়। এ কারণে নীতিগত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় কূটনীতিকদের মধ্যে এর আগে মেডেল দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব নৌবাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খোরশেদ আলম ও পোল্যান্ডে সাবেক রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনকে।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’