হোম > জাতীয়

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চায় সরকার: ওয়াহিদউদ্দিন মাহমুদ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি

জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। আজ শনিবার সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশন ঢাকায় রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার, স্পর্শকাতরতা ও পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশ ভারতের সঙ্গে দুই দেশের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়—এমনটি উল্লেখ করেন উপদেষ্টা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি স্মরণ করেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায়। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পরস্পরিক নির্ভরশীলতার। তাই দুই দেশের জনগণের কল্যাণের জন্য স্থিতিশীল, গঠনমূলক, ভবিষ্যৎমুখী ও পরস্পরের জন্য লাভজনক সম্পর্ক অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেয় ভারত সরকার।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নেতৃস্থানীয় ব্যবসায়ী, দেশি-বিদেশি কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স