হোম > জাতীয়

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চায় সরকার: ওয়াহিদউদ্দিন মাহমুদ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি

জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। আজ শনিবার সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

ভারতীয় হাইকমিশন ঢাকায় রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক অগ্রাধিকার, স্পর্শকাতরতা ও পরিপ্রেক্ষিত বিবেচনায় রেখে সম্পর্ক জোরদার করতে অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশ ভারতের সঙ্গে দুই দেশের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়—এমনটি উল্লেখ করেন উপদেষ্টা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি স্মরণ করেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চায়। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পরস্পরিক নির্ভরশীলতার। তাই দুই দেশের জনগণের কল্যাণের জন্য স্থিতিশীল, গঠনমূলক, ভবিষ্যৎমুখী ও পরস্পরের জন্য লাভজনক সম্পর্ক অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেয় ভারত সরকার।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নেতৃস্থানীয় ব্যবসায়ী, দেশি-বিদেশি কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির