হোম > জাতীয়

নৌযান চালু না করলে ২৩ মে অবস্থান কর্মসূচি পালন করেব নৌ শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে ২২ মে'র মধ্যে যাত্রীবাহী নৌ-যান চলাচলের অনুমতি না দেওয়া হলে আগামী ২৩ মে বিআইডাব্লিউটিএ'র কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পালন করবে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন।

আজ শুক্রবার নৌ-যান শ্রমিক ফেডারেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। আগামী ২৩ মে সকাল ১১টার সময় এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া বিজ্ঞপ্তিতে বলেন, দেড় মাসেরও অধিক সময় ধরে লকডাউনের নামে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ আছে। ফলে বেতন-বোনাস না পেয়ে, চরম অর্থনৈতিক দুরবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে তাঁরা। এই সেক্টরে লক্ষ লক্ষ নৌ শ্রমিক ও দিনমজুর কাজ করে।

মো. শাহ আলম ভূঁইয়া আরো বলেন, ঈদে ফেরিঘাটগুলোতে যাত্রীদের প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর মত মর্মান্তিক ঘটনা ঘটেছে। এরপরও কি কারণে যাত্রীবাহী লঞ্চ ও দূরপাল্লার গণপরিবহন বন্ধ রাখা হয়েছে তা আমাদের বোধগম্য নয়।

শ্রমিক ও যাত্রী সাধারণের দুরবস্থার কথা বিবেচনা করে এই যৌক্তিক দাবি মেনে নিতে তিনি সরকারের কাছে আহ্বান জানান।

নিয়ে ২২ মে’র মধ্যে যাত্রীবাহী নৌ-যান চলাচলের ঘোষণা প্রদান করে। চরম বিপর্যয়কর অবস্থায় নিপতিত নৌযান শ্রমিকদেরকে উদ্ধার করবেন।

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি