হোম > জাতীয়

৯৪তম বিএমএ লং কোর্সে নির্বাচিতদের যোগদানপত্র নিতে ডাকল সেনাসদর

বাংলাদেশ সেনাবাহিনীর ৯৪তম বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) লং কোর্সে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৭ জুন ২০২৫ তারিখে যোগদানপত্র প্রদান করা হবে। সেনাবাহিনীর সদর দপ্তরের পক্ষ থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের ওই দিন সকাল ৮টায় রাজধানীর গুলিস্তানে অবস্থিত শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে উপস্থিত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের রোল নম্বরসহ একটি বিশদ তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত তারিখে যোগদানপত্র গ্রহণ করতে ব্যর্থ হলে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে প্রার্থীর প্রাথমিক নির্বাচন বাতিল হয়ে যেতে পারে।

প্রয়োজনীয় কাগজপত্র যা সঙ্গে আনতে হবে:

১. এসএসসি ও এইচএসসি সনদ ও মার্কশীটের সত্যায়িত ফটোকপি

২. আইএসএসবি (Inter Services Selection Board) গ্রিনকার্ড ও মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মূল কপি এবং একটি সত্যায়িত কপি

৩. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি

  1. অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি

৫. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে)

৬. গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

অপেক্ষমাণ প্রার্থীদের জন্য নির্দেশনা:

যেসব প্রার্থী এখনও আইএসএসবি অথবা মেডিকেল পরীক্ষার কোনো একটি ধাপে রয়েছেন এবং চূড়ান্তভাবে মেডিকেল পরীক্ষার জন্য সাময়িকভাবে অযোগ্য বলে বিবেচিত, তাদের ক্ষেত্রে পরবর্তীতে যোগদানপত্র প্রদান করা হবে। তবে এটি নির্ভর করবে তাদের চূড়ান্ত যোগ্যতার উপর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের সেনাবাহিনীর নিয়মানুযায়ী যথাসময়ে নির্ধারিত স্থান ও কাগজপত্রসহ উপস্থিত না হলে প্রার্থিতা বাতিল হতে পারে।

ইসিতে তৃতীয় দিনে আরও ১৩১ আপিল আবেদন

এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলা: ইসি সানাউল্লাহ

রায়েরবাজারে গণকবর থেকে শহীদদের পরিচয় শনাক্ত রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতিফলন: প্রধান উপদেষ্টা

ঘুষের লাখ টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

৫ বছর গুম থাকলে সম্পত্তি বণ্টনের আদেশ দিতে পারবেন ট্রাইব্যুনাল

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণমাত্রার নিরাপত্তা মহড়া, সফলভাবে উদ্ধার যাত্রীরা

বাংলাদেশের কাছে পাকিস্তানের ‘থান্ডার’ যুদ্ধবিমান বিক্রির আলোচনা, ভারতে উদ্বেগ কেন

নির্বাচনের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, পরিপত্র জারি

ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুক ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা