হোম > জাতীয়

কৃষিপণ্যে দামে কারসাজি: অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলু, ডিম, পেঁয়াজসহ কৃষিপণ্যে কারসাজি করে মূল্য বাড়ানোর ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। বাণিজ্যসচিবকে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

কারসাজি করে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। 

সেই সঙ্গে কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪ (ছ) ধারা অনুসারে সরকারি ব্যবস্থাপনায় কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার কাঠামো তৈরিতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বাণিজ্যসচিব, অর্থসচিব, কৃষিসচিব ও কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এবং টিসিবির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে কারসাজি করে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ।

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল