হোম > জাতীয়

কৃষিপণ্যে দামে কারসাজি: অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলু, ডিম, পেঁয়াজসহ কৃষিপণ্যে কারসাজি করে মূল্য বাড়ানোর ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। বাণিজ্যসচিবকে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

কারসাজি করে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। 

সেই সঙ্গে কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪ (ছ) ধারা অনুসারে সরকারি ব্যবস্থাপনায় কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার কাঠামো তৈরিতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বাণিজ্যসচিব, অর্থসচিব, কৃষিসচিব ও কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এবং টিসিবির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে কারসাজি করে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ