হোম > জাতীয়

জাপার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ রোববার এ তথ্য জানিয়ে টুইট করেছে ব্রিটিশ হাইকমিশন। বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে টুইটে বলা হয়। যুক্তরাজ্য বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে উৎসাহিত করেছে। 

রাজধানীর গুলশানে ব্রিটিশ হাইকমিশনারের বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে জাতীয় পার্টির উপদেষ্টা ও চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মওলাও অংশ নেন। 

আধা ঘণ্টারও কম সময়ের ওই বৈঠক প্রসঙ্গে মাশরুর মওলা আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ব্রিটিশ হাইকমিশনার জাপার সঙ্গেও বসেছে। সেখানে নতুন করে বলার মতো তেমন কোনো আলোচনা হয়নি। আগামী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যের চাওয়ার কথা জানান সারাহ কুক।

মাশরুর মওলা বলেন, ‘যথারীতি এবারও বলেছেন বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চিন্তার কথা জানতে চাইলে আমরা বলেছি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এই নির্বাচনে ৩০০ আসনে লড়াই করব এবং সে জন্য প্রস্তুতি নিচ্ছি।’ 

এর আগে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও বৈঠক করেন সারাহ কুক। ওই বৈঠকগুলোতেও আলোচনার কেন্দ্রে ছিল আগামী নির্বাচন।

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়