হোম > জাতীয়

২০১৬ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরও নার্স নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নিয়োগ চান ২০১৬ সালের নার্স নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের চাহিদা অনুযায়ী পিএসসি ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের যেভাবে নিয়োগের সুপারিশ করেছে তারাও সেভাবে সুযোগ চান।

আজ সোমবার দুপুর জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধনে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ভাইভা বঞ্চিত চাকরি প্রার্থীরা এ দাবি জানান।

মানববন্ধনে চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং পাস করা এসব চাকরি প্রার্থী বলেন, দীর্ঘ দশ বছর চাকরির অপেক্ষার পর ২০১৬ সালে পিএসসির মাধ্যমে লিখিত পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হন। কিন্তু পিএসসি ১ হাজার ২৯১ জনের নিয়োগের জন্য সুপারিশ করেনি। এর মধ্যে এখন ৪০০ থেকে ৫০০ জনের মতো আছেন তারা। তাদের সবার বয়স এখন ৩০ বছর পার হয়ে গেছে। তারা আর নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগও পাচ্ছেন না।

আন্দোলনের সংগঠক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, করোনা মোকাবিলায় কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার নার্সের চাহিদা দেয়। কিন্তু পিএসসি ২০১৬ সালের ৪০০ থেকে ৫০০ জনকে বাদ দিয়ে শুধু ২০১৭ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ৫ হাজার ৫৪ জনকে নার্স হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই, দেশের যেকোনো প্রান্তে একটু নিয়োগের ব্যবস্থা করে আমাদের অসহায় জীবন থেকে মুক্ত করুন।

চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য ২০১৭ সালের ১০ আগস্ট বিজ্ঞপ্তি জারি করা হয়। ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। চূড়ান্তভাবে উত্তীর্ণ দেখানো হয় ১০ হাজার ৩৪০ জনকে। মেধা তালিকা অনুসারে ৫ হাজার ১০০ জনকে নিয়োগ দিতে পিএসসি ২০১৮ সালের ১৯ আগস্ট সুপারিশ করে। নিয়োগও পান তারা। এর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকার ছয় হাজার নার্স নিয়োগের জন্য পিএসসির কাছে চাহিদাপত্র দেয়। এর আলোকে ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৫৪ জনকে নিয়োগের জন্য গত ৩০ এপ্রিল সরকারের কাছে সুপারিশ করে পিএসসি।

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে