হোম > জাতীয়

তিস্তা নিয়ে ভারত-চীন উভয়ের সঙ্গে আলোচনার সুযোগ রাখছে সরকার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টার বেইজিং ও ব্যাংকক সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: পিআইডি

ভারতের সঙ্গে অভিন্ন নদী তিস্তার বাংলাদেশ অংশে পানি ও নদী সংরক্ষণ প্রকল্প এগিয়ে নিতে সরকার ভারত ও চীন দুই দেশের সঙ্গেই আলোচনার সুযোগ রাখছে। আজ মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র বিষয়ে অন্তর্বর্তী সরকারের দুজন দায়িত্বশীল ব্যক্তি সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বেইজিং ও ব্যাংকক সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিস্তা প্রকল্পে চীনা কোম্পানিকে স্বাগত জানানোর বিষয়ে বাংলাদেশ সরকারের কী অবস্থান, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আমরা ওপেন আছি। ভারতের সঙ্গে সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও সম্ভব। কোনোটাতেই বাধা নেই। আমরা দেখব যে, কোন প্রকল্পে কোথা থেকে সহায়তা নিলে আমাদের সুবিধা হবে। সে অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করবে।’

চীনের কোনো কোম্পানির সঙ্গে আলোচনায় অগ্রগতি আছে কিনা, সে বিষয় তিনি বলেন, নদীর বিষয়ে চীনের সঙ্গে ব্যাপকভিত্তিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক আছে। তবে এ ক্ষেত্রে অগ্রগতি সময়সাপেক্ষ ব্যাপার। সরকার ঝট করে কোনো কিছু প্রত্যাশা করছে না যে, কালকেই কেউ তিস্তা সমস্যার সমাধান করে দেবে।

এ দিকে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিস্তার বিষয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান বলেন, ‘ভারতকে বলেছি, চুক্তিটা করেন। একই সঙ্গে আমারতো অন্য অপশনগুলো হাতে রাখতে হবে। সে কারণে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলছি।’

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর (২০২৬), এ প্রসঙ্গে তিনি বলেন, গঙ্গা চুক্তি নবায়নের আলোচনা ঠিকভাবে যাতে শুরু হয়, সে জন্য দুপক্ষই যোগাযোগ রাখছে। ভারতের কাছ থেকে এ ব্যাপারে ভালো সহযোগিতা পাওয়া যাবে, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা