হোম > জাতীয়

ডিআইজি মোল্যা নজরুলসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে বরখাস্ত করেছে সরকার। এছাড়া সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকেও বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোল্যা নজরুল ইসলামের (ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে সংযুক্ত) বিরুদ্ধে গুলশান থানায় গত বছরের অক্টোবর হত্যাচেষ্টা মামলা হয়েছে। ওই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০২৫ সালে ৯ ফেব্রুয়ারি তারিখে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে (বর্তমানে পুলিশ সুপার, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত) গোপালগঞ্জ মডেল থানার মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। আদালতে পাঠানো হলে তাঁকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আব্দুল মান্নানকে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার (২) উপধারায় বলা হয়েছে, কোনো কর্মচারী দেনার দায়ে আটক থাকলে বা ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ আটক বা গ্রেপ্তার ব্যক্তিকে সাময়িক দরখাস্ত করতে পারবে।

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ