হোম > জাতীয়

ডিআইজি মোল্যা নজরুলসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে বরখাস্ত করেছে সরকার। এছাড়া সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকেও বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোল্যা নজরুল ইসলামের (ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে সংযুক্ত) বিরুদ্ধে গুলশান থানায় গত বছরের অক্টোবর হত্যাচেষ্টা মামলা হয়েছে। ওই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০২৫ সালে ৯ ফেব্রুয়ারি তারিখে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে (বর্তমানে পুলিশ সুপার, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত) গোপালগঞ্জ মডেল থানার মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। আদালতে পাঠানো হলে তাঁকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আব্দুল মান্নানকে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার (২) উপধারায় বলা হয়েছে, কোনো কর্মচারী দেনার দায়ে আটক থাকলে বা ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ আটক বা গ্রেপ্তার ব্যক্তিকে সাময়িক দরখাস্ত করতে পারবে।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার