হোম > জাতীয়

বসন্তের প্রথম দিনে কঙ্গোতে এক টুকরো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আটলান্টিকের পূর্ব পাড়ের দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যরা নানা আয়োজনে বসন্ত বরণ করেছে। বর্ণিল সাজ-সজ্জা, কবিতা আবৃতি, নাচ, গান নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনভর বসন্তের আগমনকে উদযাপন করা হয়। মূলত এ আয়োজনের মাধ্যমে কঙ্গোতে এক টুকরো বাংলাদেশ হয়ে ফুটে উঠেছিল জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এলাকা। 

চলতি বছরের গত ৩ জানুয়ারি থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কিনসাসাতে ১৮০ জন সদস্যের এই কন্টিনজেন্টটি শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত এটিই একমাত্র নারীদের কন্টিনজেন্ট।

বসন্ত বরণের মূল আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পীরা নাচ-গান ও কবিতা আবৃতির মাধ্যমে বসন্তকে স্বাগত জানান। এ আয়োজনের মাধ্যমে সুদূর আফ্রিকার মাটিতে বাংলা সাংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস পান তারা।

বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত মিসরীয় কন্টিনজেন্টের কর্মকর্তা, কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও বাংলাদেশ মিলিটারি পুলিশ (বিএএন এমপি) কিনসাসা ইউনিট ও বিএএন এএমইটি এর কমান্ডার।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ ফোরামড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) ও ১৫ তম কন্টিজেন্ট এর কমান্ডার নাজমুন নাহার উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিদেশের মাটিতে দেশের সুনামকে বৃদ্ধি করার প্রয়াস পেয়েছে।’ 

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সুনামকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি মিশনে কর্মরত সকল সদস্যকে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান। 

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

‘হ্যাঁ’ ভোটে বৈষম্য, শোষণ আর নিপীড়নমুক্ত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

মনোনয়নের বিনিময়ে ঘুষ: রাঙ্গা-পনিরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, সঙ্গে ডগ স্কোয়াড-ড্রোন

দুর্নীতির এক মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু