হোম > জাতীয়

বসন্তের প্রথম দিনে কঙ্গোতে এক টুকরো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আটলান্টিকের পূর্ব পাড়ের দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সদস্যরা নানা আয়োজনে বসন্ত বরণ করেছে। বর্ণিল সাজ-সজ্জা, কবিতা আবৃতি, নাচ, গান নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দিনভর বসন্তের আগমনকে উদযাপন করা হয়। মূলত এ আয়োজনের মাধ্যমে কঙ্গোতে এক টুকরো বাংলাদেশ হয়ে ফুটে উঠেছিল জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এলাকা। 

চলতি বছরের গত ৩ জানুয়ারি থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কিনসাসাতে ১৮০ জন সদস্যের এই কন্টিনজেন্টটি শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত এটিই একমাত্র নারীদের কন্টিনজেন্ট।

বসন্ত বরণের মূল আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিল্পীরা নাচ-গান ও কবিতা আবৃতির মাধ্যমে বসন্তকে স্বাগত জানান। এ আয়োজনের মাধ্যমে সুদূর আফ্রিকার মাটিতে বাংলা সাংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস পান তারা।

বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত মিসরীয় কন্টিনজেন্টের কর্মকর্তা, কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও বাংলাদেশ মিলিটারি পুলিশ (বিএএন এমপি) কিনসাসা ইউনিট ও বিএএন এএমইটি এর কমান্ডার।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ ফোরামড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) ও ১৫ তম কন্টিজেন্ট এর কমান্ডার নাজমুন নাহার উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিদেশের মাটিতে দেশের সুনামকে বৃদ্ধি করার প্রয়াস পেয়েছে।’ 

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের সুনামকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি মিশনে কর্মরত সকল সদস্যকে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান। 

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার