হোম > জাতীয়

চট্টগ্রামে বন্যার্তদের জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা দিল যুক্তরাজ্য

চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি ৪০ লাখ টাকার বেশি (২ লাখ ৫০ হাজার পাউন্ড) মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। এসব অর্থ বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ হাজারেরও বেশি মানুষকে দেওয়া হবে। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

স্টার্ট ফান্ড বাংলাদেশ এসব অর্থ বরাদ্দে কারিতাস বাংলাদেশ এবং অ্যাকশন এইড বাংলাদেশের সঙ্গে কাজ করবে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করে যুক্তরাজ্য এই সহযোগিতা দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে। জরুরি প্রয়োজনে সাড়া দিতে যুক্তরাজ্য ২ লাখ ৫০ হাজার পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। এতে আমি আনন্দিত। 

‘এই সহায়তা খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্য কিট, আশ্রয় সামগ্রীসহ ক্ষতিগ্রস্ত ১৮ হাজারেরও বেশি মানুষকে নগদ অর্থসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ করবে। এটি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগের পরিপূরক। পাশাপাশি বাংলাদেশে দুর্যোগের প্রস্তুতি ও দুর্যোগ-পরবর্তী ব্যবস্থায় যুক্তরাজ্যের দীর্ঘদিন ধরে করে আসা সাহায্যের অংশ।’

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর