হোম > জাতীয়

চার দেশের দূতের সঙ্গে মালদ্বীপে বাংলাদেশি হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ দেশটিতে নিযুক্ত শ্রীলঙ্কা, সৌদি আরব, পাকিস্তান ও যুক্তরাজ্যের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত মঙ্গলবার মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। 

বার্তায় দূতাবাস জানিয়েছে, শ্রীলঙ্কা, সৌদি আরব, পাকিস্তান ও যুক্তরাজ্যের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। 

গত বুধবার নতুন হাইকমিশনার আবুল কালাম আজাদ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহর নিকট পরিচয়পত্র পেশ করেন। গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদকে মালদ্বীপের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়। তিনি সাবেক হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হন। 

রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আবুল কালাম আজাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন। 

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা