হোম > জাতীয়

বিমসটেক যুব উৎসব আয়োজনের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ফাইল ছবি

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটভুক্ত (বিমসটেক) দেশগুলোর তরুণদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে একটি যুব উৎসব আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনের শেষে মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী ঢাকা সম্মেলনে আলাদাভাবে যুবসমাবেশ আয়োজনের ওপর জোর দেন। তিনি বলেন, ‘যখন বিমসটেক নেতারা মিলিত হবেন, তখন আমাদের তরুণদের জন্য একটি পৃথক সম্মেলন আয়োজন করা উচিত। এটি সদস্য দেশগুলোর যুবসমাজকে একত্রিত করবে।’

প্রধান উপদেষ্টা বলেন, বিমসটেকের উচিত একটি যুব উৎসব আয়োজন করা, যেখানে প্রতিটি দেশ ভূমিকা রাখবে ও একটি দেশ নেতৃত্ব দেবে। এই আয়োজন তরুণদের মধ্যে সংযোগ আরও গভীর করবে।

প্রধান উপদেষ্টার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে বলেন, ‘এটি চমৎকার একটি উদ্যোগ! আমরা এগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।’

প্রধান উপদেষ্টা বিমসটেক মহাসচিবের কাছে সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা সম্পর্কেও জানতে চান। এ বিষয়ে মহাসচিব জানান, ২১ বছর ধরে কোনো বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়নি, সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৪ সালে। তিনি বলেন, ‘এ দীর্ঘবিরতির পর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক আয়োজনের জন্য আমরা কাজ করছি।’

প্রধান উপদেষ্টা বিমসটেকের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে বার্ষিক সভার ক্যালেন্ডার প্রস্তুতেরও নির্দেশ দেন। আজ অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সাতটি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা বিমসটেকের চেয়ারম্যান পদ ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান