হোম > জাতীয়

র‍্যাবের আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দীর স্ত্রীকে ধর্ষণের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

আজকের পত্রিকা ডেস্ক­

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক অতিরিক্ত এসপি ও র‍্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে বন্দীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার আদালতের আদেশের পর সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আলেপ উদ্দিনের বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক অভিযোগ রয়েছে। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত।’

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘আলেপ উদ্দিন মানুষকে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল, তাঁদের নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। বিদ্যুতায়িত করা, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো—সবই তিনি করেছেন। সবচেয়ে মারাত্মক যেটি করেছিলেন একজন আসামিকে গুম করে হত্যার ভয় দেখিয়ে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। এসব তথ্যপ্রমাণ আমাদের কাছে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এ রকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা তাদের বিষয়ে তদন্ত করতে সময় লাগবে। কারণ, প্রতিদিনই নতুন নতুন ভিকটিমরা অভিযোগ নিয়ে আসছে। এসব তদন্ত শেষ হলে তাদের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যেন শুরু করা যায় সে জন্য তদন্ত সংস্থা কাজ করছে।’

এর আগে শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতে বলেন, ‘আলেপ উদ্দিন র‍্যাবে থাকতে বন্দীদের ওপর নির্মম নির্যাতন করেছেন। একজন বন্দীর স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছেন। পরে ওই নারী মারা যান। তাঁর বিরুদ্ধে শত শত অভিযোগ। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাই। পরে ট্রাইব্যুনাল জিজ্ঞাসাবাদের জন্য ২৬ ফেব্রুয়ারি সময় মঞ্জুর করেন। এ সময় তাঁর বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে তিন মাস সময় চাইলে তা-ও মঞ্জুর করেন আদালত। সেই সঙ্গে ২৮ মে পরবর্তী দিন ধার্য করা হয়।’

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ