হোম > জাতীয়

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, রিটের আদেশ সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সয়াবিন তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠনে করা রিটের আদেশ হবে সোমবার। রোববার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ধার্য করেন।

রোববার আদালতে রিটের শুনানিতে রিটকারীদের পক্ষে আইনজীবী সৈয়দ মহিদুল কবির বলেন, ‘নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। ভোক্তা অধিকার আইনে আমরা প্রতিকার পাচ্ছি না। ভোক্তার অধিকার রক্ষা হচ্ছে না। সারা দেশের মানুষ কষ্টে আছে। তাঁরা সহনীয় দামে তেল কিনতে পারছেন না। এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলো আমরা আবেদনে যুক্ত করে দিয়েছি। একটি নীতিমালা থাকা দরকার।’

এ সময় আদালত রিটকারী আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনি রসিদ আনেননি কেন? দাম যে বাড়ল তার জন্য তো আট-দশটি রসিদ আনতে পারতেন। আর কেবল তেল কেন? সামনে রমজান মাস—পেঁয়াজসহ আরও অনেক পণ্য আছে, সেগুলোও অন্তর্ভুক্ত করেন। আপনি ভ্রাম্যমাণ আদালতের আইনটিও ভালো করে দেখে আসুন। আমরা এমন আদেশ দিতে চাই, যাতে করে দেশের মানুষের উপকারে আসে। সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যারা কুক্ষিগত রেখে জনগণকে ভোগান্তিতে ফেলে, সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।’

গত ৬ মার্চ ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন ও নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ ওই রিট দায়ের করেন। রিটে বাণিজ্যসচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে, ৩ মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন তিন আইনজীবী। তাঁরা সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন। আদালত আইনজীবীদের যথাযথ প্রক্রিয়ায় রিট করার পরামর্শ দেন। সে অনুযায়ী রিট করেন তিন আইনজীবী। 

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির