হোম > জাতীয়

ইসির প্রথম সভা ৫ এপ্রিল, পরদিন সম্পাদকদের সংলাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠন হওয়ার পর এখন পর্যন্ত কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে বিভিন্ন মহলে নানা রকম প্রশ্ন উঠেছিল। তবে ইসির এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ এপ্রিল। এদিন জাতীয় নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে প্রথম সভার আয়োজন করা হয়েছে। 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কমিশনের সভা এত দিন অনুষ্ঠিত না হলেও আগামী ৫ এপ্রিল প্রথম বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।’ 

এর আগে বিদায় নেওয়া নূরুল হুদা কমিশন তাদের মেয়াদে ৯২টি সভায় বসে। বর্তমান কমিশনের এই প্রথম সভায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইসির একটি সূত্র। 

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আরও জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এবার সম্পাদকদের সঙ্গে বসতে যাচ্ছে। নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ৬ এপ্রিল বুধবার ৪০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। 

ওই দিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে সংলাপ করে ইসি। 

ইসি সূত্র জানায়, আজকালের মধ্যে সম্পাদকদের আমন্ত্রণ চিঠি পাঠানো শুরু হচ্ছে। 

এর আগে, ২০১৭ সালে কে এম নূরুল হুদা কমিশনও দায়িত্ব নেওয়ার পর সমাজের বিভিন্ন মহলের সঙ্গে সংলাপে বসেছিলেন। সে বছর ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসার মধ্য দিয়ে ওই সংলাপ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে নূরুল হুদা কমিশন ৪০টি রাজনৈতিক দল, নারী নেতৃত্ব, নির্বাচন বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসেছিল। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মধ্যে সংলাপ শুরু করে। 

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন