হোম > জাতীয়

রোহিঙ্গাদের মধ্যে সম্প্রীতি বাড়ানো উচিত: আইসিসির প্রধান কৌঁসুলি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন গত বৃহস্পতিবার সকালে। রোহিঙ্গাদের সঙ্গে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সংঘটিত নৃশংসতার বিষয়ে তাঁর কাছে সাক্ষ্য দেওয়ার কথা ছিল বালুখালি ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ এবাদুল্লাহর (২৭)। কিন্তু আইসিসি কর্মকর্তা ক্যাম্পে প্রবেশের ঠিক আগে অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন সম্প্রদায়টির এই তরুণ নেতা।

এই খুনের বিষয়ে গতকাল শুক্রবার করিম এ এ খান বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের মানুষকে নিশানা বানানো হয়, তখন তাদের নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ানো উচিত।

বাংলাদেশে চার দিনের সফরের শেষ দিন ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল সংবাদ সম্মেলনে করিম খান এ কথা বলেন। বাংলাদেশ সরকার সহযোগিতা অব্যাহত রাখায় আইসিসি রাখাইনে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগগুলো তদন্ত করতে পারছে বলে তিনি জানান।

করিম খান বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্ত আইসিসি দ্রুত শেষ করতে চায়। এ জন্য আইসিসি কর্মকর্তারা বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় কাজ করছে। এ ক্ষেত্রে শুধু কথা নয়, কাজের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর যারা নির্যাতন করেছে, তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। তিনি জানান, আন্তর্জাতিক ন্যায়বিচার এবং এর সুষ্ঠু প্রয়োগের মধ্যে দূরত্ব রয়েছে বলেই এটা জরুরি।

এবারের সফরে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন আইসিসি কর্মকর্তা।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন আইসিসি কৌঁসুলি। জাতিসংঘ শরণার্থী সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে তিনি বলেন, গত মার্চ পর্যন্ত রোহিঙ্গাদের তিন বেলা খাবারের জন্য টাকা দেওয়া হতো। কিন্তু মার্চের পর থেকে কেউ দুই বেলা খাচ্ছে। কেউ কেউ সেটিও পাচ্ছে না।

রোহিঙ্গাদের প্রতিদিনের জন্য ৯ টাকা দেওয়া হয়, এমন তথ্য দিয়ে করিম খান বলেন, কী কিনতে পারে তারা ৯ টাকায়, যখন একটি ডিমের দাম ১২ টাকা।

টিএফআই সেলে গুম-নির্যাতনের শুনানিতে উত্তপ্ত বাক্যবিনিময়

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট

দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিল সরকার

বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ

অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া নিশ্চিতে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পররাষ্ট্রের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি

নির্বাচন সফল করার সক্ষমতা আছে, আস্থা রাখতে পারেন—ইসিকে আইজিপি

কূটনৈতিক মিশনে হামলা-ভাঙচুর: ভারতীয় হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানাল ঢাকা

গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

একনেকে সাড়ে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন