হোম > জাতীয়

রোহিঙ্গাদের মধ্যে সম্প্রীতি বাড়ানো উচিত: আইসিসির প্রধান কৌঁসুলি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন গত বৃহস্পতিবার সকালে। রোহিঙ্গাদের সঙ্গে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সংঘটিত নৃশংসতার বিষয়ে তাঁর কাছে সাক্ষ্য দেওয়ার কথা ছিল বালুখালি ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ এবাদুল্লাহর (২৭)। কিন্তু আইসিসি কর্মকর্তা ক্যাম্পে প্রবেশের ঠিক আগে অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন সম্প্রদায়টির এই তরুণ নেতা।

এই খুনের বিষয়ে গতকাল শুক্রবার করিম এ এ খান বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের মানুষকে নিশানা বানানো হয়, তখন তাদের নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ানো উচিত।

বাংলাদেশে চার দিনের সফরের শেষ দিন ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল সংবাদ সম্মেলনে করিম খান এ কথা বলেন। বাংলাদেশ সরকার সহযোগিতা অব্যাহত রাখায় আইসিসি রাখাইনে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগগুলো তদন্ত করতে পারছে বলে তিনি জানান।

করিম খান বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্ত আইসিসি দ্রুত শেষ করতে চায়। এ জন্য আইসিসি কর্মকর্তারা বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় কাজ করছে। এ ক্ষেত্রে শুধু কথা নয়, কাজের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর যারা নির্যাতন করেছে, তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। তিনি জানান, আন্তর্জাতিক ন্যায়বিচার এবং এর সুষ্ঠু প্রয়োগের মধ্যে দূরত্ব রয়েছে বলেই এটা জরুরি।

এবারের সফরে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন আইসিসি কর্মকর্তা।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন আইসিসি কৌঁসুলি। জাতিসংঘ শরণার্থী সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে তিনি বলেন, গত মার্চ পর্যন্ত রোহিঙ্গাদের তিন বেলা খাবারের জন্য টাকা দেওয়া হতো। কিন্তু মার্চের পর থেকে কেউ দুই বেলা খাচ্ছে। কেউ কেউ সেটিও পাচ্ছে না।

রোহিঙ্গাদের প্রতিদিনের জন্য ৯ টাকা দেওয়া হয়, এমন তথ্য দিয়ে করিম খান বলেন, কী কিনতে পারে তারা ৯ টাকায়, যখন একটি ডিমের দাম ১২ টাকা।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’