হোম > জাতীয়

‘খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানি নিতে চিকিৎসকদের পরামর্শ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানির যে কোনো হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা চিকিৎসার পরামর্শ দিয়েছেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। আজ মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। 

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসকেরা বেস্ট চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। তারা জোর দিয়ে বলছেন, এখানে কিন্তু তাঁর চিকিৎসা সম্ভব নয়। এখন যে জটিল অবস্থায় আছে সেই চিকিৎসা করতে তাঁকে অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে। দেশের নামও তারা বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানির যে কোনো জায়গায় হতে পারে। আমরা আমাদের তরফ থেকে, পরিবারের পক্ষ থেকে সকলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁর চিকিৎসার ব্যাপারে বিদেশের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে, সেদিক থেকে কোনো ত্রুটি কোথাও নেই।’ 

‘মোদ্দাকথা হচ্ছে তাকে অবশ্যই অতি দ্রুত, কোনো সময় নষ্ট না করে বিদেশে অ্যাডভান্স সেন্টারে পাঠানোটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, এটা চিকিৎসকদের কথা। দায়িত্ব নিয়ে বলছি, তাকে অবিলম্বে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার।’ 

সামনে হরতালের মতো কঠোর কর্মসূচি আসবে কিনা, সেই প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘সময়মতো, প্রয়োজন হলে, টাইম উইল সে।’ তবে দলটি ধাপে ধাপে আন্দোলনের দিকে যাবে বলে জানান তিনি। 

গুলি করে কুমিল্লায় কমিশনারকে হত্যার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এগুলো আমাদের কাছে অশনিসংকেত মনে হচ্ছে। যখন সুস্থ রাস্তাগুলো থাকে না, মানুষ প্রতিকার পায় না, তখন এ ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। 

‘নির্বাচন যেটা হচ্ছে সেটাকে কখনো নির্বাচন বলা যাবে না। নির্বাচনের মধ্যে বিরোধী দল নেই। স্থানীয় সরকারের নির্বাচন দলীয় পর্যায়ে এটাকে কখনো সমর্থন করি না। এরপরেও দু’একটি স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম। এবার আমরা দলীয়ভাবে অংশ নেব না। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে নির্বাচনই হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন শেষ হয়ে গেছে। নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা চলে যাচ্ছে। কেউ আর এখন ভোট দিতে যেতে চান না। এটা জাতির জন্য বড় রকমের ক্ষতির ব্যাপার।’

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ