হোম > জাতীয়

ঐকমত্য প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের নতুন সুযোগ কাজে লাগানো যাবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

গণতন্ত্রের নতুন সুযোগ কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ শনিবার (১০ মে) জাতীয় সংসদের এলডি হলে গণফোরামের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে যত দূর সম্ভব বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠা করা। ঐকমত্য প্রতিষ্ঠা করা গেলে, আমরা যে গণতন্ত্রের পথে নতুন সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগানো যাবে। আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, বাংলাদেশের মানুষের আত্মদান, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের অসংখ্য প্রাণ গেছে..তারা আমাদের এ দায়িত্ব দিয়ে গেছেন। এটা আমাদের দায়ও বটে।’

গত ৫৩ বছরে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনে যেসব ব্যত্যয় ঘটেছে, সেগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা হবে। যাতে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমন দায়িত্ব পালন করতে পারে, যা নাগরিকের অধিকারের সুরক্ষা করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে জবাবদিহিতার মধ্যে থাকে। বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়।’

প্রতিষ্ঠালগ্ন হতে গণফোরাম গণতন্ত্রের সংগ্রামে যুক্ত বলে মন্তব্য করেন আলী রীয়াজ। তিনি বলেন, তারা আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য সাংগঠনিক অবদান রয়েছ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এতে সঞ্চালনা করেন। বৈঠকে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন