হোম > জাতীয়

ঐকমত্য প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের নতুন সুযোগ কাজে লাগানো যাবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

গণতন্ত্রের নতুন সুযোগ কাজে লাগাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ শনিবার (১০ মে) জাতীয় সংসদের এলডি হলে গণফোরামের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে যত দূর সম্ভব বিভিন্ন বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠা করা। ঐকমত্য প্রতিষ্ঠা করা গেলে, আমরা যে গণতন্ত্রের পথে নতুন সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগানো যাবে। আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, বাংলাদেশের মানুষের আত্মদান, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের অসংখ্য প্রাণ গেছে..তারা আমাদের এ দায়িত্ব দিয়ে গেছেন। এটা আমাদের দায়ও বটে।’

গত ৫৩ বছরে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনে যেসব ব্যত্যয় ঘটেছে, সেগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান আলী রীয়াজ।

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা হবে। যাতে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এমন দায়িত্ব পালন করতে পারে, যা নাগরিকের অধিকারের সুরক্ষা করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাতে জবাবদিহিতার মধ্যে থাকে। বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়।’

প্রতিষ্ঠালগ্ন হতে গণফোরাম গণতন্ত্রের সংগ্রামে যুক্ত বলে মন্তব্য করেন আলী রীয়াজ। তিনি বলেন, তারা আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য সাংগঠনিক অবদান রয়েছ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এতে সঞ্চালনা করেন। বৈঠকে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার