হোম > জাতীয়

৪৬ বছর পর বাংলাদেশ-ব্রিটেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

১৯৭৪ সালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। ৪৬ বছর পর আগামী বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

১৯৭৪ সালের বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন। আর যুক্তরাজ্যের পক্ষে বৈঠকে অংশ নেন তৎকালীন সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স জেমস কালাগান।

এ ব্যাপারে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্রেক্সিট পরবর্তী অংশীদারত্বের কৌশল নিয়ে আলোচনা হবে। বৈঠকটি লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনায় আসবে। 

তিনি জানান, বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক, করোনা পরবর্তী টিকা সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্ব এবং বাংলাদেশ ভ্রমণ বিষয়টি যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে। 

কপ-২৬-এর সভাপতি অলোক শর্মার সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যের শীর্ষ থিংক ট্যাংক চাথাম হাউসে জলবায়ু নিয়ে বক্তৃতা দেবেন একে আবদুল মোমেন। এতে মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদসহ রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা অংশ নেবেন। সেই সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়িক সংগঠনগুলোতে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ৫০ বছর পূর্তি ও ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সম্পর্ক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। 

এর আগে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন করেন একে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আর যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। 

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী