হোম > জাতীয়

ঘণ্টায় ১২ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর দাপট কমছে না। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গুর দাপট থাকবে বলে এরই মধ্যে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। চলতি মাসের প্রথম চার দিন ঘণ্টায় গড়ে ১২ জন করে রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৬৫ জন রোগী। তাঁদের মধ্যে ঢাকায় ২৩২ জন এবং বাইরে ৩৩ জন। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৫৫ জন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৩৩ জন এবং ঢাকার বাইরে ২৩ জন। চলতি মাসের চার দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫০১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ১৭৪ জন। এ সময় মৃত্যু হয়েছে মোট ৫১ জনের। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি আছে ১ হাজার ২৭৩ জন। ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৩৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১৩৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ৩৫ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৯ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৪ জনসহ মোট ৮১ জন রোগী সরকারি ও স্বায়ত্তশাসিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছয়টি ডেডিকেটেড হাসপাতাল তৈরি করা হলেও চারটি এখনো অকার্যকর। 

কীটতত্ত্ববিদরা জানিয়েছেন, চলতি মাসের ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো সম্ভাবনা নেই। এ সময়ে মশক নিধন কার্যক্রম এবং এডিস মশার লার্ভা নিধন কার্যক্রমকে জোরদার করার পরামর্শ দিয়েছেন তাঁরা। 

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি