হোম > জাতীয়

শেখ হাসিনা-সেলিমসহ ৫০০ জনের বিরুদ্ধে গণহত্যার তিন অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আরও তিনটি পৃথক অভিযোগ দেওয়া হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ঢাকার ঘটনায় দুটি ও চট্টগ্রামের ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়। গত কয়েকদিনে তদন্ত সংস্থায় মোট ৭টি অভিযোগ জমা হয়েছে।  

খালার বাড়ি এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার মিরপুরে গত ১৮ জুলাই আহত হন ময়মনসিংহের ঈশ্বরদী আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী শেখ শাহরিয়ার বিন মতিন। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান তিনি। 

তার পিতা আবদুল মতিন আজ বুধবার অভিযোগ জমা দেন। তার পক্ষে আইনজীবী হিসেবে আছেন মো.আসাদ উদ্দিন। 

অভিযোগে বলা হয়, শাহরিয়ারের ডান চোখ দিয়ে গুলি ঢুকে মাথার মগজে আটকে যায়। যা আর বের করা সম্ভব হয়নি। এখানে শেখ হাসিনাসহ ৫১ জনের নাম উল্লেখ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আসিফ ইকবাল পুলিশের গুলিতে নিহত হন। ওই ঘটনায় নিহতের বাবা এম এ রাজ্জাক অভিযোগ দায়ের করেছেন। যেখানে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। তার পক্ষে আইনজীবী হিসেবে আছেন মো.আসাদ উদ্দিন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় গুলিতে এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্তসহ তিনজন নিহতের ঘটনায় অভিযোগ দিয়েছেন শান্তর পিতা জাকির হোসেন। 

যেখানে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা হিসেবে আরও ১১-১২শ’জনকে আসামি করা হয়েছে। তার পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। 

ঢাকার দুই ঘটনায় পৃথক আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, সালমান এফ রহমান, জাহাঙ্গীর কবির নানক, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, কামাল আহমেদ মজুমদার, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শামসুল হক টুকু, আ ক ম মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ইলিয়াস উদ্দিন মোল্লাকে আসামি করা হয়েছে।  

এ ছাড়া চট্টগ্রামের ঘটনায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের ছাড়াও মহিবুল হোসেন চৌধুরী নওফেল, আ জ ম নাছির উদ্দিন, আবু রেজা মুহাম্মদ নদভী, মহিউদ্দিন বাচ্চু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ চট্টগ্রামের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক (প্রশাসন) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, সাতটি অভিযোগের তদন্তই একসঙ্গে হচ্ছে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হবে বলে জানান তিনি।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী