হোম > জাতীয়

চলতি বছর ডেঙ্গুতে ঢাকায় ১০০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর ঢাকায় ১০০ জনের মৃত্যু হয়েছে। আর চলতি মাসের ২৫ দিনে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭১৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৮৫৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আজ বুধবার এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া দুজনই ঢাকার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৬ হাজার ৫৫৫ জন। আর এই সময়ে মারা গেছে মোট ১৩৮ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। 

এ বিভাগে মৃত্যু হয়েছে ১০০ জন। রোগী শনাক্তেও বেশি ঢাকা বিভাগ। এ বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮১০ জন। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে ২৫ জন। এ বিভাগে কোনো মৃত্যু নেই।  মৃত্যু ও রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এখানে মৃত্যু হয়েছে ১৯ জন এবং রোগী শনাক্ত ৫ হাজার ৯২৮ জন। 

বরিশালে মৃত্যু ১৩ জন, রোগী শনাক্ত ২ হাজার ৩৯৩ জন। খুলনায় মৃত্যু হয়েছে পাঁচজন এবং রোগী ২ হাজার ১৪ জন। ময়মনসিংহে মৃত্যু একজনের এবং রোগী ৬০৫ জন। রাজশাহীতে রোগী ৪৭৯ জন, রংপুরে ২৫৬ জন এবং সিলেটে ২৫ জন। এই তিন বিভাগে কোনো মৃত্যুর ঘটনা নেই।

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা