হোম > জাতীয়

আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মিয়ানমারের রাখাইনে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের সময় সেখানকার রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় আট হাজার মানুষ বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে এ অনুপ্রবেশ ঘটেছে। 

নীতিগতভাবে সরকার নতুন করে রোহিঙ্গাদের ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিলেও সীমান্তের ফাঁকফোকরের ভেতর দিয়ে তারা ঢুকে পড়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, সীমান্তে অবশ্যই অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করা হবে। 

উপদেষ্টা জানান, বিষয়টি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শিগগির আলোচনা হবে। 

জাতিসংঘ শরণার্থী সংস্থা ও সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আছে। 

উপদেষ্টা বলেন, সীমান্তে বিভিন্ন সংস্থা কাজ করে। তাদের অনেক সোর্স দুর্নীতিতে যুক্ত। তারপরও অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টা করতে হবে। 

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সম্ভাবনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিনি মনে করেন, রাখাইনের যা পরিস্থিতি, তাতে প্রত্যাবাসন সফল করতে হলে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা দরকার হতে পারে। 

মিয়ানমার সশস্ত্র বাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বিপুল সংখ্যায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। তাদের ফেরাতে একই বছরের নভেম্বরে দেশটির সঙ্গে তিনটি চুক্তি সই হয়। সরকারি তথ্য অনুযায়ী, এই সাত বছরে একজন রোহিঙ্গাও আনুষ্ঠানিকভাবে রাখাইনে ফিরে যায়নি।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’