হোম > জাতীয়

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ঢাকার সম্মতিকে স্বাগত জানাল ওয়াশিংটন 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নজরদারির সুযোগ দিতে সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত অংশীদারত্ব সংলাপে এই সিদ্ধান্তের কথা জানানো হলে যুক্তরাষ্ট্র এই প্রতিক্রিয়া ব্যক্ত করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে রাজনৈতিক বিষয়াদির আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড সংলাপে তাঁর দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ উপায়ে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, সরকার ও কমিশন খোলা মনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এই নির্বাচন দেখার সুযোগ করে দেবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রসচিব ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চল নিয়ে বাংলাদেশের ভাবনা (ইন্দো-প্যাসিফিক রূপরেখা) তুলে ধরেন। ভিক্টোরিয়া ন্যুল্যান্ড এতে তাঁর দেশের ইন্দো-প্যাসিফিক কৌশলের সঙ্গে কয়েকটি মিল চিহ্নিত করেন। সংলাপে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ও ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে সরকারের সম্মতিসহ বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন।

এ ছাড়া পররাষ্ট্রসচিব জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরাতে এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর দেশটির আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি পুনরায় তুলে ধরেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ দুই দেশের কর্মকর্তারা সংলাপে উপস্থিত ছিলেন।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী