হোম > জাতীয়

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী–জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে বিচারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখলদারির ছাত্র রাজনীতি বন্ধ’–এর দাবিতে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের মোর্চা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলেন, ‘উপদেষ্টাদের খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, যেভাবে আমরা স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি—ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র–জনতা এটি কোনোভাবেই হতে দেবে না। হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলা করে বিচার নিশ্চিত করতে হবে, এটাই আমাদের মূল দাবি।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন, দলনিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রমুখ।

রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ সমাবেশ করে একটি মিছিল বের করা হয়, মিছিলটি শাহবাগ হয়ে ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট