হোম > জাতীয়

রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা জি কে গউছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুই দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকেলে জি কে গউছকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত বুধবার তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। আজ আবার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম। অন্যদিকে জিকে গউছের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন এবং রিমান্ড বাতিল চান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে রিমান্ড আবেদনও নামঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৯ আগস্ট গউছকে সুপ্রিম কোর্টের বাইরে থেকে আটক করে ডিবি পুলিশ। হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের একটি মামলায় তিনি আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছিলেন।

তবে ডিবির দাবি তাকে ২৯ আগস্ট মধ্যরাতে আটক করা হয়। এরপর ডিবি কোতোয়ালি জোন লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরিতে উল্লেখ করা হয়, জি কে গউছ ২০১৫ সালে তৎকালীন হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট হবিগঞ্জ সদর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। ঘটনার পর থেকে ঢাকা ও এর আশপাশ এলাকায় আত্মগোপনে ছিলেন জি কে গউছ।

জানা গেছে, ২০১৫ সালে জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে ছিলেন। ওই সময় আরও দুটি হত্যা মামলার আসামি ইলিয়াস মিয়া কারাগারে ছিলেন। ইলিয়াস মিয়া কারাগারের মধ্যেই জি কে গউছের ওপর হামলা করেন। ওই হামলার ঘটনায় কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। 

তদন্ত কমিটিকে ইলিয়াস জানান, কারাগারে বসে সাবেক অর্থমন্ত্রী মুহিত ও সংসদ সদস্য জাহির কে হত্যার পরিকল্পনা করেছিলেন গউছ। এ জন্য মোটা অংকের টাকার চুক্তিও হয়। চুক্তি অনুযায়ী ইলিয়াসকে জামিনে মুক্ত করবেন গউছ। কিন্তু ইলিয়াসকে জামিন করাতে না পারায় তিনি গউছের ওপর কারাগারে হামলা করেন।

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই