হোম > জাতীয়

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল থেকে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক লরি প্রাইমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। 

তবে সারা দেশে বাস বন্ধের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, 'এ বিষয়ে আমাদের সমিতির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কোনো মালিক তো আর লস দিয়ে গাড়ি চালাবেন না।'  

বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক-লরি, প্রাইমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক হোসেন আহমেদ মজুমদার এই ধর্মঘটের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, `যত দিন পর্যন্ত জ্বালানি তেলের দাম কমানো না হবে, তত দিন পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে।' 

গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএকে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, `সরকার প্রজ্ঞাপন দিয়ে বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বাড়িয়েছে। এরই মধ্যে আবার ডিজেলের দাম বাড়াল। এমন অবস্থায় সারা দেশের বাসমালিকেরা এ বিষয়ে ক্ষুব্ধ। আমরা সরকারকে চিঠি দিয়েছি খুব দ্রুতই যেন গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হয়।' 

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন