হোম > জাতীয়

পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানি মুলতবি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি আগামী বুধবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।

আজ রোববার চতুর্থ দিনের মতো শুনানির জন্য ওঠে। এদিন জামায়াতে ইসলামীর পক্ষে থাকা আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল আপিল বিভাগের রায়ের মাধ্যমে। সেই রায়ের বিরুদ্ধে তিনটি রিভিউ আবেদন নিষ্পত্তির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করা আছে। সুপ্রিম কোর্টে যেটা নিষ্পত্তির জন্য থাকে তা হাইকোর্টে নিষ্পত্তি করা যায় না। এ সময় আদালত বলেন, বিবাদমান পক্ষ যারা আছেন, সবাই মিলে আলোচনা করেন কি করণীয়। পরে ১৩ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

আদেশের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, পঞ্চদশ সংশোধনী নিয়ে যে কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা।

হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর শুনানি করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিকতা নিয়ে একই ধরণের প্রশ্ন উত্থাপন করা হয়েছে। সুপ্রিম কোর্টে যেটা নিষ্পত্তির জন্য থাকে এই বিষয়টি হাইকোর্টে আগে নিষ্পত্তি করা যায় না, সমীচীন নয়। আদালত বলেছেন, এই বিষয়ে বিবাদমান পক্ষ যারা আছেন সবাই মিলে আলোচনা করবে কী করণীয়। আপিল বিভাগে রিভিউ নিষ্পত্তি হলে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে সহজতর হবে।

এর আগে পাঁচজন বিশিষ্ট ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৯ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট। আওয়ামী লীগ সরকারের সময় করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

ওই রুলে আদালতকে সহায়তা করতে (ইন্টারভেনার হিসেবে) গত ২২ অক্টোবর জামায়াতের পক্ষে যুক্ত হন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর ২৯ অক্টোবর বিএনপির পক্ষে যুক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন