হোম > জাতীয়

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িতদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিজ্ঞপ্তি

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িত সবাইকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন। ছবি: বিজ্ঞপ্তি

পবিত্র রমজান মাসে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ (বিআরইবি) বিদ্যুৎ বিতরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি গতকাল রোববার (২০ এপ্রিল) তাঁর সরকারি বাসভবন যমুনায় এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিআরইবি এই অর্জনকে বিদ্যুৎ বিতরণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত সাফল্য হিসেবে উল্লেখ করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য বিদ্যুতের অপচয় রোধে গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব ও বিদ্যুৎ উৎপাদনের চ্যালেঞ্জ বিষয়ে দেশব্যাপী মসজিদে মসজিদে খুতবা প্রচার করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।’

বিআরইবির চেয়ারম্যান বিজ্ঞপ্তিতে বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রজাতন্ত্রের কর্মচারীদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। তিনি বিআরইবি ও দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা